গত ২৫ শে জুন প্রিমিয়ার লিগের শিরােপা নিশ্চিত হয়েছে লিভারপুলের । এরপরে অবশ্যে নিয়মরক্ষার জন্য ৭ ম্যাচ খেলে ফেলেছে অলরেডরা । তবে দীর্ঘ ৩০ বছর যাবত যে লম্বা অপেক্ষা , যে প্রতীক্ষা প্রিমিয়ার লিগের শিরােপাটা একটাবারের জন্য স্পর্শ করার , সেই অপেক্ষার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে । আজ রাতে ।
মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে চেলসিকে আতিথ্য দেবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা । বুধবার ( ২২ জুলাই ) বাংলাদেশ সময় রাত ১ টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে । আর এই ম্যাচ শেষেই প্রিমিয়ার লিগের শিরােপা তুলে দেওয়া হবে লিভারপুলের হাতে । কাগজে - কলমে লিভারপুলের জন্য এটাই প্রথম প্রিমিয়ার লিগ শিরােপা । কারণে সবশেষ ১৯৯০ সালে যখন তাঁরা লিগ শিরােপা জিতেছিল তখন প্রিমিয়ার লিগের অস্তিত্ব ছিলােনা ।
অবশ্য লিভারপুলের এই অপেক্ষার পালা শেষ হচ্ছে বেশকিছু রেকর্ড গড়ে । লিগ ইতিহাসে এর আগে কোন দল ২৫ পয়েন্টের ব্যবধানে শিরােপা জয় করতে পারেনি । এছাড়া ৭ ম্যাচ বাকি রেখেই লিগ নিশ্চিত করার মতাে মাইলফলক স্থাপন করতে পারেনি কেউ । এর আগে সর্বোচ্চ পাঁচ ম্যাচ হাতে রেখে শিরােপা নিশ্চিত করার রেকর্ড রয়েছে ম্যান ইউ ( ২০০০-২০০১ ) এবং ম্যান সিটির ( ২০১৭-১৮ ) ।
অর্থাৎ রীতিমতাে রাজকীয়ভাবেই লিগ শিরােপা হাতে নিতে যাচ্ছে অলরেডরা । তবে আক্ষেপ একটা থেকেই যাবে । ৩০ বছরের অপেক্ষা সমাপ্তির দিন মাঠে থাকতে পারবে না কোন দর্শক । করােনাভাইরাসের কারণে এই উদযাপন কিছুটা হলেও তাই ফিকে হয়ে যাবে । অবশ্য তাতে অর্জনের খাতা একটুও হালকা হবেনা ।
0 Comments